Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশন : ফসলের টেকসই ও লাভজনক  উৎপাদন।

মিশন :  টেকসই ও লাভজনক  ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষে দক্ষ, ফলপ্রসু, বিকেন্দ্রীয়, এলাকা নির্ভর চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণীল কৃষকের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ।

কার্যাবলীঃ

  1. কৃষকের তথ্য চাহিদা নিরুপন চূড়ান্তকরণ।
  2. সম্প্রসারণ কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ চাহিদা নিরুপন।
  3. মানসম্পন্ন কৃষি সম্প্রসারণ পরিকল্পনা।
  4. এলাকা উপযোগী বিশেষ কর্মসূচী গ্রহণ।
  5. সম্প্রসারণ সেবার মান বৃদ্ধিকরণে কার্যকর ব্যবস্হা গ্রহণ।
  6. ব্লক পর্যায়ে অমীমাংসিত কারিগরী সমস্যার সমাধান।
  7. কৃষকের দোরগোড়ায় মান- সম্পন্ন কৃষি উপকরণ সার্বক্ষনিক প্রাপ্তির ব্যবস্হা।
  8. সার/ বীজ পরিদর্শকের দায়িত্ব পালন ও আইনানুগ ব্যবস্হা গ্রহণ।
  9. কৃষি উপকরণ মনিটরিং ও প্রশাসনিক ব্যবস্হা গ্রহণ।
  10. উপজেলা কৃষি কারিগরী সমন্বয় কমিটি (ইউটিসি) এর সভা পরিকল্পনা কর্মশালার আয়োজন।
  11. সরকারী/ বেসরকারী সংস্হা ও কৃষি সংশ্লিষ্ট সকল উদ্যোক্তাদের সহিত সমন্বয়।
  12. দুর্যোগ ব্যবস্হাপনায় স্হানীয় পর্যায়ে প্রয়োজনীয় সমন্বয় ও কার্যকরী ব্যবস্হা গ্রহণ।
  13. উপজেলা পর্যায়ে কৃষি সংশ্লিষ্ট সকল কর্মকান্ডে সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে প্রতিনিধিত্ব করা।