সিটিজেন চার্টার:
ক. সাধারণ বৈজ্ঞানিক তথ্য সেবা:
ক্রমিক নং |
প্রদেয় সেবার বিবরণ |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
সেবা মূল্য / পরিশোধ পদ্ধতি |
দায়িত্বপ্রাপ্ত অফিসারের পদবি
|
০১ |
গবেষণায় উদ্ভাবিত সর্বশেষ কৃষি প্রযুক্তি পৌছে দেওয়া |
সারা বছর |
বিনামূল্যে
|
উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সরংক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা
|
০২ |
কৃষকের খামার ও বসতবাড়ি পরিদর্শণ |
অফিস চলাকালীন সময় |
||
০৩ |
মৌসুম ভিত্তিক ফসল উৎপাদন পরিকল্পনা এবং ফলন ভিত্তিক সার সুপারিশমালা প্রণয়ণ |
অফিস চলাকালীন সময় |
||
০৪ |
ফসল, মৌসুম ও স্থান ভিত্তিক ব্যবস্থাপত্র সেবা প্রদান |
অফিস চলাকালীন সময় |
||
০৫ |
মোবাইল ফোন ভিত্তিক কৃষি পরিসেবা প্রদান |
অফিস চলাকালীন সময় এবং জরুরি প্রয়োজনে সার্বক্ষনিক |
||
০৬ |
ফসল, প্রযুক্তি ও বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান |
মৌসুম ভিত্তিকমৌসুম ভিত্তিক |
||
০৭ |
কৃষি পণ্য বাজারজাতকরণে কৃষকদের সহায়তা করা |
ফসল ভিত্তিক |
||
০৮ |
কৃষক সংগঠন সৃষ্টিতে প্রত্যক্ষ সহায়তা করা |
সারা বছর |
||
০৯ |
কৃষিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণে সহায়তা প্রদান |
সারা বছর |
||
১০ |
কৃষি পরামর্শ কেন্দ্র ভিত্তিক পরামর্শ প্রদান |
সকাল ৯:০০ - দুপুর ২:০০টা |
||
১১ |
কৃষি আবহাওয়া, রোগ ও পোকামাকড়ের আক্রমণ বিষয়ক সতর্কীকরণ ও পূর্বাবাস প্রদান |
প্রয়োজনীয় মুহূর্তে |
||
১২ |
পরিবেশ সম্মত কৃষি ব্যবস্থা প্রণয়ণ ও বাস্তবায়ন |
সারা বছর |
||
১৩ |
দুর্যোগ পরবর্তী কৃষি পুর্নবাসন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন |
দুর্যোগ পরবর্তী সময়ে |
খ. কৃষি উপকরণ সরবরাহ ও সেবা:
ক্রমিক নং |
প্রদেয় সেবার বিবরণ |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
সেবা মূল্য / পরিশোধ পদ্ধতি |
দায়িত্বপ্রাপ্ত অফিসারের পদবি
|
০১ |
কৃষকের বীজ, সার, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি প্রাপ্তিতে সহায়তা করণ |
অফিস চলাকালীন সময় |
বিনামূল্যে |
উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সরংক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা |
০২ |
কৃষক ও কৃষি ঋণ প্রদানকারী সংস্থার মধ্যে যোগসূত্র স্থাপন |
অফিস চলাকালীন সময় |
||
০৩ |
কৃষি উদ্যোক্তা, কৃষি ভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে সহায়তা প্রদান |
অফিস চলাকালীন সময় |
||
০৪ |
পরিবেশ উপযোগী ফসল, বীজ, সার ও কীটনাশক নির্বাচন |
অফিস চলাকালীন সময় |
||
০৫ |
কৃষি যন্ত্রপাতি মেরামতে কৃষককে সহায়তা প্রদান |
অফিস চলাকালীন সময় |
||
০৬ |
প্রকল্প ও কর্মসূচী ভিত্তিক সেবা প্রদান |
অফিস চলাকালীন সময় |
গ. নিয়ন্ত্রয়ণমূলক সেবা:
ক্রমিক নং |
প্রদেয় সেবার বিবরণ |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
সেবা মূল্য / পরিশোধ পদ্ধতি |
দায়িত্বপ্রাপ্ত অফিসারের পদবি
|
০১ |
কীটনাশক ডিলারদের লাইসেন্স প্রদান |
১৫ দিন |
বিনামূল্যে |
উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার,কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সরংক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা
|
০২ |
বিসিআইসি ও খুচরা সার ডিলারদের লাইসেন্স প্রদান |
০৩ মাস |
||
০৩ |
নার্সারি মালিক রেজিস্ট্রেশন |
১৫ দিন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস